Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

৪০ বছরের ইতিহাসে এই প্রথম জিডিপিতে ধস, বৃদ্ধি কমল ২৩.৯ শতাংশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রকাশিত হল চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে আর্থিক বৃদ্ধির হার। চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে আর্থিক বৃদ্ধি পড়ল ২৩.৯ শতাংশ।

৪০ বছর পরে ফের জিডিপির হার শূন্যের নীচে নামল। গত বছরের এই সময়সীমার তুলনায় কমেছে ২৩.৯ শতাংশ। সোমবার বিকেলে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস (এনএসও)-র তরফে বর্তমান অর্থ বছরের (২০২০-’২১) প্রথম তিন মাস, এপ্রিল থেকে জুনের আর্থিক বৃদ্ধির হার প্রকাশ করা হয়। তাতে এই তথ্য দেওয়া হয়েছে।

১৯৯৬ সাল থেকে ত্রৈমাসিকের হিসেবে জিডিপি হার প্রকাশ শুরু হয়েছিল। গত আড়াই দশকে কখনওই জিডিপি বৃদ্ধির হার শূন্যের নীচে নামেনি। করোনা পরিস্থিতিতে জেরে আর্থিক বৃদ্ধির হার মুখ থুবড়ে পড়ার কারণেই ডিজিপির এই পতন।

 

 

Leave a Reply

error: Content is protected !!