Wednesday, April 24, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

রাজবংশী মন পেতে ‘‌মিথ্যে’‌ প্রতিশ্রুতি, আরটিআইতে ফাঁস ‘‌শাহী–জুমলা’‌, কটাক্ষ তৃণমূলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজবংশীদের মন পেতে উত্তরবঙ্গ সফরে গিয়ে জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। মুঘলদের বিরুদ্ধে লড়াইকে সম্মান জানাতে আধা সামরিক বাহিনীতে ‘‌নারায়ণী ব্যাটেলিয়ন’‌ গঠনের কথাও বলেছেন তিনি। কিন্তু এ বিষয়ে এখনও কোনও পদক্ষেপই করেনি কেন্দ্র। পেশ করা হয়নি কোনও প্রস্তাব। তথ্য অধিকার আইনের আওতায় একটি আবেদনে সাড়া দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রক।

গত ফেব্রুয়ারি মাসে কোচবিহারের জনসভা থেকে ‘‌নারায়ণী ব্যাটেলিয়ন’‌ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহ। বিজেপির সংকল্প পত্রেও তার ঘোষণা রয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গের কালচিনির সভা থেকেও একই প্রতিশ্রুতি দেন তিনি। তা নিয়েই এবার আক্রমণ শানাল শাসক দল। তৃণমূলের টুইটার হ্যাণ্ডেল থেকে ওই আরটিআই আবেদন পত্রের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি চিঠি ছবি পোস্ট করা হয়। তাতে খোদ অমিত শাহের মন্ত্রকই জানাচ্ছে, আধা সামরিক বাহিনীতে নারায়ণী ব্যাটেলিয়ন গঠনের কোনও প্রস্তাব এখনও আসেনি।

ছবি থেকে স্পষ্ট, আরটিআই আবেদন পয়লা মার্চ তারিখে। স্বরাষ্ট্রমন্ত্রক তার উত্তর দিয়েছে গত ১৭ মার্চ। বিজেপি কটাক্ষ করে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, ‘‌নারায়ণী ব্যাটেলিয়নের প্রতিশ্রুতি দিয়েছেন শাহ। কিন্তু এই আরটিআই–তেই তাঁর জুমলা ধরা পড়ে গেল। ভোট ব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে রাজবংশী সম্প্রদায় এবং বাংলার মানুষের সঙ্গে অমিত শাহ যেভাবে প্রতারণা করছেন, তা লজ্জাজনক।’‌

 

Leave a Reply

error: Content is protected !!