Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কৃষক আন্দোলন দমাতে অন্য পথ কেন্দ্রের, বিক্ষোভরত কৃষক নেতার পিছনে এনআইএ লাগাল মোদী সরকার!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের কৃষক বিরোধী কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন অব্যাহত। এক দুই করে নবম বৈঠকেও কোনো সমাধান সূত্র বের হয়নি। দেড় মাস ধরে দিল্লি সীমানায় কৃষি আইন নিয়ে আটকে রয়েছে জট। মোদী সরকারের দাবি আইন বাতিল করা হবে না। এদিকে আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরাও। মোদী সরকারের অনড় মনোভাবের কারণে এখনও পর্যন্ত ৬০ জন কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক আন্দোলন দমন করতে এবার অন্য পথ বেছে নিল কেন্দ্র। বিক্ষোভরত কৃষক নেতার পিছনে এনআইএ লাগাল মোদী সরকার! কৃষক বিক্ষোভের সঙ্গে খলিস্তানি সংগঠনের যোগাযোগ নিয়ে বারবার সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপি নেতা-নেত্রীরা। এবার সেই খলিস্তানি যোগ নিয়ে কৃষক নেতাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।

সূত্রের খবর, খলিস্তানি গোষ্ঠীগুলি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ভারতে টাকা পাঠাচ্ছে। যার মূল উদ্দেশ্য, দেশজুড়ে খলিস্তানি আন্দোলনের বীজ বপন করা। এনআইএ-এর অভিযোগ, এরকম এক লেনদেনের সাক্ষী বলদেব সিং শিরসা। তিনি আবার কৃষকদের সংগঠন লোক ভালাই ইনসাফ ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট। কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে দফায়-দফায় আলোচনায় চাষিদের তরফে হাজির থাকছেন তিনি। ১৭ জানুয়ারি জেরা করতে তাঁকে ডেকেছে এনআইএ।

 

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বৈঠক ডাকা হয়। সেখানে হাজির ছিলেন এনআইএ, সিবিআই, আয়কর, ইডি ও এপসিআরএ-র আধিকারিকরা। সেই বৈঠকে খালিস্তানি আন্দোলনের মদতদাতা শিখ ফর জাস্টিস, বব্বর খালসা ইন্টারন্যাশনাল, খলিস্তান জিন্দাবাদ ফোর্স, খলিস্তানি টাইগার ফোর্সের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে তদন্তের নির্দেশ দেয় অমিত শাহের মন্ত্রক। এরপর তদন্ত নেমেছে এনআইএ। এবার এসএফজে-র লেনদেন সংক্রান্ত তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কৃষক নেতাকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই তলব নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!