দৈনিক সমাচার ডিজিটাল ডেস্ক : দেশে এক বছরে মুসলিম বিরোধী ন্যাক্কারজনক বক্তব্য ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের প্রথম ছয় মাসের তুলনায় দ্বিতীয়ার্ধে মুসলিম বিরোধী বক্তব্য ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) রিসার্চ গ্রুপের রিপোর্টে ওই তথ্য উঠে এসেছে। ইন্ডিয়া হেট ল্যাব দেখেছে ২০২৩ সালে দেশে ৬৬৮টি ঘৃণাসূচক বক্তব্যে মুসলমানদের টার্গেট করা হয়েছিল। এর মধ্যে প্রথম ছয় মাসে ২৫৫টি ঘটনা রেকর্ড করা হয়েছে এবং দ্বিতীয়ার্ধে ৪১৩টি ঘটনা দেখা গেছে।গুরুত্বপূর্ণ বিষয় হল- হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় থাকা রাজ্যগুলোতে ৭৫ শতাংশ এমন ঘটনা দেখা গেছে।
রিসার্চ গ্রুপটি বলেছে, ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তা গত ৩ মাসে ভারতে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ‘আইএইচএল’ রিপোর্ট অনুসারে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের ৪১টি ঘটনা রেকর্ড করা হয়েছে এবং এসব ক্ষেত্রে গাজা-ইসরায়েল যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে। গবেষণা টিমটি আরও বলেছে তারা জাতিসংঘের ঘৃণাত্মক বক্তব্যের সংজ্ঞা ব্যবহার করেছে।