Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মুসলিম বিরোধী চিঠি! ফরেনার্স ট্রাইব্যুনালের বিচারকদের পদ কেড়ে নেওয়ার দাবি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জামাত, জেহাদি, জাহিলদের সাহায্য করবেন না! অসমের স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে এমনই আবেদন করেছেন ফরেনার্স ট্রাইব্যুনালের ১৫ জন বিচারক। করোনার থাবা থেকে মানবজাতিকে রক্ষার উদ্দেশে আর্থিক অনুদান দিয়েছেন তাঁরা। কিন্তু
একইসঙ্গে এমন আর্জিও জানিয়ে রাখা
হয়েছে তাঁদের পক্ষ থেকে।

এবিষয়ে গুয়াহাটি হাইকোর্টের প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ
চৌধুরী বলেছেন, জামাত, জেহাদি এবং জাহিল (অশিক্ষিত), এই তিনটেই আরবি
শব্দ। অতএব এটা পরিষ্কার, মুসলমানদের টার্গেট করেছেন ওই মেম্বাররা।

চৌধুরীর মতে, আইনে আছে দান কখনও শর্তাধীন হয় না। আইনের এই জ্ঞানটুকুও এই মেম্বারদের নেই। পাশাপাশি চৌধুরীর দাবি, সংকীর্ণমনা, সাম্প্রদায়িক মনােবৃত্তির এই মেম্বারদের অবিলম্বে বিচারকের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত।

Leave a Reply

error: Content is protected !!