দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিশ্ববিখ্যাত ইসলাম প্রচারক ডাঃ জাকির নায়েককে লঙ্কান বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন টাইগারস অব তামিল এলামের সদস্যদের গ্রেফতারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ করে বিপাকে পড়েছেন মালয়েশিয়ার পার্লামেন্ট সদস্য চার্লস স্যান্তিয়াগো। এহেন বিরূপ মন্তব্য করায়, তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন জাকির নায়েক।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
চার্লসের সেই মন্তব্যকে মানহানিকর উল্লেখ করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাকির। তিনি বলেছেন, এর মধ্যেই ক্ষমা চাইতে হবে ওই পার্লামেন্ট সদস্যকে। জাকিরের পাঠানো চিঠিতে বলা হয়, ওই বক্তব্যে জাকির নায়েকে সম্মান ক্ষুন্ন হয়েছে। এই বক্তব্যকে কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন তিনি। গত ২৫ নভেম্বর কুয়ালালামপুরে জাকির নায়েকের ব্যাপারে মন্তব্য করেছিলেন চার্লস।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন