Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

নাথুরাম গডসে ‘দেশভক্ত’ – লোকসভায় দাঁড়িয়ে বললেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাথুরাম গডসে একটি নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাস করতেন বলেই গান্ধীজিকে হত্যা করেছিলেন। বুধবার স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (সংশোধনী) বিল নিয়ে লোকসভায় বক্তব্য পেশ করার সময় এহেন মন্তব্য করেন ডিএমকে সাংসদ এ রাজা। রাজা আরও বলেন, নাথুরাম গডসে স্বীকার করেছিলেন, তিনি ৩২ বছর ধরে গান্ধীজির প্রতি আক্রোশ পোষণ করতেন। তারপর তিনি মহাত্মাকে হত্যার সিদ্ধান্ত নেন।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

বিলের ব্যাপারে আলোচনা করতে গিয়ে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে উদাহরণ দিচ্ছিলেন এ রাজা। এ সময় বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর বলেন, ‛আপনি এই প্রসঙ্গে এক দেশভক্তের উদাহরণ দিতে পারেন না।’ প্রজ্ঞা ঠাকুর নাথুরাম গডসেকে নিয়ে ওই মন্তব্য করলে লোকসভা উত্তাল হয়ে উঠে। বিরোধীরা একযোগে প্রতিবাদ করতে থাকেন। বিজেপি সাংসদদের দেখা যায়, প্রজ্ঞাকে বসে পড়তে বলছেন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!