Wednesday, October 9, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কেন্দ্রীয় প্রকল্পে তৈরি বাড়ি এবার হাতের মুঠোয়, বুকিং খরচ মাত্র ১০০ টাকা!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে মধ্যবিত্তদের জন্য চালু হয়েছে সরকারি আবাসন প্রকল্প। মাত্র একশো টাকা খরচ করেই অনলাইনে এই বাড়ির জন্য আবেদন পাঠানো যাবে।

কেন্দ্রীয় প্রকল্পের অধীনে উত্তরপ্রদেশের ১৯টি শহরে মোট ৩৫১৬টি বাড়ির বুকিং ১ সেপ্টেম্বর থেকে চালু করেছে উত্তরপ্রদেশের আবাস বিকাশ পরিষদ। ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

নিম্নবিত্তদের জন্য কেন্দ্রীয় প্রকল্প অনুযায়ী, মাত্র ৩.৫ লাখ টাকায় বাড়ি কেনা যাবে। এই প্রকল্পে উত্তরপ্রদেশে সব মিলিয়ে ৩,৫১৬টি বাড়ি বিক্রি হবে। বার্ষিক আয় তিন লাখ টাকার কম হলেই এই বাড়ি বুক করার অনুমতি পাওয়া যাবে।

 

 

Leave a Reply

error: Content is protected !!