Thursday, April 18, 2024
দেশফিচার নিউজ

যারা ‛ভারত মাতা কি জয়’ বলতে পারে না, তাদের ভোটের কোনও দাম নেই : বিজেপি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যারা ভারত মাতা কি জয় স্লোগান দিতে পারে না, তাদের ভোটের কোনও মূল্য নেই বলে মন্তব্য করেছেন হরিয়ানার বিজেপি প্রার্থী সোনালি ফোগত। আগামী বিধানসভা ভোটে আদমপুর কেন্দ্র থেকে নির্বাচন লড়বেন তিনি। ৪০ বছর বয়সী সোনালি ফোগত টিকটক স্টার হিসেবে সোশ্যাল সাইটে পরিচিত লাভ করেছেন।

একটি ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, একটি মঞ্চে বক্তব্য রাখছেন সোনালি। বক্তব্যের শুরুতে উপস্থিত জনতাকে ভারত মাতা কি জয় বলতে বলেন তিনি। তাতে জনতা সেভাবে সাড়া দেয়নি। তখন প্রার্থী তাঁদের তিরস্কার করে বলেন, ‛আপনারা কি পাকিস্তান থেকে এসেছেন? আপনাদের লজ্জা হওয়া উচিত।’

এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, ‛আপনারা যদি ভারতীয় হন তাহলে বলুন, ভারত মাতা কি জয়।’ এর পরেও উপস্থিত জনতা সেভাবে সাড়া না দিলে তিনি বলেন, ‛আমি আপনাদের জন্য লজ্জিত। আপনাদের মতো ভারতীয়রা নিজেদের জাতির নামে জয়ধ্বনি দিতে পারেন না। আপনারা কেবলই ক্ষুদ্র রাজনীতির কথা ভাবেন।’

শেষে টিকটক স্টার ওই বিজেপি প্রার্থী বলেন, ‛যারা ভারত মাতা কি জয় বলতে পারে না, তাদের ভোটেরও কোনও মূল্য নেই।’ তাঁর ওই মন্তব্যের কথা জানাজানি হওয়ার পরেই বিতর্ক ছড়িয়েছে নানা মহলে। আগামী ২১ অক্টোবর ভোট হবে হরিয়ানায়। হরিয়ানায় মনোহরলাল খট্টরের নেতৃত্বাধীন বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য লড়াই করছে। তাদের আশা রাজ্যে মোট ৯০ টি বিধানসভা আসনের মধ্যে ৭৫ টি পাবে বিজেপি।

Leave a Reply

error: Content is protected !!