Sunday, April 14, 2024
ফিচার নিউজরাজ্য

‛ব্যারাকপুরের হিংসার নায়ক অর্জুনই’ – বললেন এডিজি জ্ঞানবন্ত সিং

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকসভা সাংসদ অর্জুন সিংয়ের মাথা ফাটার পর তা নিয়ে সর্বভারতীয় স্তরে হইচই ফেলে দিয়েছে বিজেপি। মুকুল রায় নিজে গোটা ঘটনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

এই ইস্যুতে সাংবাদিক সম্মেলন করে সরাসরি অর্জুনকেই ব্যারাকপুরের হিংসার নায়ক বললেন এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং। তিনি বলেন, “সকালে ফিডার রোডের গণ্ডগোলের নেতৃত্ব দিয়েছিলেন অর্জুন সিং-এর ছেলে তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তারপর যা হিংসার ঘটনা ঘটেছে, সবটাই অর্জুনের নেতৃত্বে।”

Leave a Reply

error: Content is protected !!