দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২ বছর আগের পুরনো একটি মামলায় বুধবার সকালে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এরপর আদালত অর্ণব গোস্বামীকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তাঁর জেল হেফাজতের পর মুখ খুললেন ওয়ালি রহমানি।
অর্ণব গোস্বামীকে জেলে নয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেব বিখ্যাত এই তরুণ সমাজসেবক। নিজের ট্যুইটারে ওয়ালি রহমানি লেখেন, “আমি অর্ণব গোস্বামীর গ্রেফতারের নিন্দা জানাই! তাঁর জায়গা কারাগার না বরং চিড়িয়াখানা। কারাগারের অন্যান্য বন্দীদের জন্য আমি সত্যিই উদ্বিগ্ন।“