Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

৩ বছর আগে অমিত শাহ খেয়ে যাওয়ার পর কোনও খোঁজ নেয়নি বিজেপি, গীতাকে চাকরি দিল মমতা সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ৩ বছর আগে ২০১৭ সালে উত্তরবঙ্গ সফরে এই গীতা মাহালির বাড়িতেই মধ্যাহ্নভোজ সেরেছিলেন সেই সময়ের বিজেপি সভাপতি অমিত শাহ। তারপর আর কোনও খোঁজ নেয়নি বিজেপি। বরং সবসময় পাশে থেকে তৃণমূল, এমনটাই অভিযোগ গীতা মাহালির। এবার অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের দিনই গীতা মাহালির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিন রাজ্য সরকার।

২০১৭ সালের এপ্রিলে উত্তরবঙ্গ সফরে এসে আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহ। গীতা মাহালির দাওয়ায় বসে আহার করেছিলেন শাহ-সহ বিজেপি নেতৃত্ব। তার পর কেটে গিয়েছে ৩টে বছর। বৃহস্পতিবার গীতা মাহালির হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। এর পর গীতা মাহালি জানিয়েছেন, গত ৩ বছরে বিজেপি তাঁদের কোনও খোঁজ নেয়নি। বরং সব সময় পাশে থেকেছে তৃণমূল।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, অমিত শাহ মাহালি পরিবারের মধ্যাহ্নভোজ সেরে আদিবাসীদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৩ বছরেও তার কিছুই হয়নি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় পরিবারটির পাশে থেকেছেন।

পালটা বিজেপির তরফে জানানো হয়েছে, মাহালি পরিবারই অমিত শাহ-সহ বিজেপি নেতৃত্বকে মধ্যাহ্নভোজনের আমন্ত্রণ জানিয়েছেন। অমিত শাহ বিদায় নিতেই পরিবারটিকে তুলে নিয়ে আসেন তৃণমূল নেতা গৌতম দেব। এর পর তাঁদের তৃণমূলে যোগদান করানো হয়। বিষয়টি নিয়ে রাজনীতি করছে তৃণমূলই।

 

Leave a Reply

error: Content is protected !!