Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ঘুষ দিয়েই টিআরপি বাড়িয়েছে অর্ণব, স্বীকার খোদ ‘বার্ক’ এর প্রাক্তন সিইও’র

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল-এর (বার্ক) এর প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্ত স্বীকার করলেন টিআরপি কারচুপি করার জন্য রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী তাঁকে ৪০ লাখ টাকা ছাড়াও দুটি ছুটি কাটাবার জন্য ১২ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন। মুম্বই পুলিসের কাছে দেওয়া হাতে লেখা একটি বিবৃতিতে এই কথা স্বীকার করেছেন তিনি।

টি আর পি কেলেঙ্কারি মামলার অতিরিক্ত চার্জশিট ১১ জানুয়ারি জমা দেওয়া হয়েছে। ৩৬০০ পাতার এই রিপোর্টে একটি বার্ক ফরেনসিক অডিট রিপোর্টও রয়েছে। এ ছাড়া পার্থ দাশগুপ্ত ও অর্ণব গোস্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাটের কপি ছাড়াও বার্ক কর্মী ও কেবল অপারেটর সহ ৫৯ জনের বিবৃতিও রয়েছে।

অডিট রিপোর্টে রিপাবলিক টিভি, টাইমস নাও এবং আজ তক সহ বেশ কয়েকটি নিউজ চ্যানেলের নামও আছে। চ্যানেলগুলির টিআরপি নিয়ে কারচুপি এবং বার্কের উচ্চপদস্থ কর্তাদের দ্বারা আগের থেকে রেটিং ঠিক করে দেওয়ার (প্রিফিক্সিং) কথাও বলা হয়েছে। অতিরিক্ত চার্জশিটে পার্থ দাশগুপ্ত, বার্কের প্রাক্তন সিওও রোমিল রামগড়িয়া এবং রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক এর সিইও বিকাশ খানচান্দানি’র বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে । মামলাটিতে গত বছর নভেম্বরে দাখিল হওয়া প্রথম চার্জশিটে ১২ জনের নাম ছিল।

 

Leave a Reply

error: Content is protected !!