Thursday, April 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অস্বস্তিতে বিজেপি, কৃষি আইনের ঘোর বিরোধিতা জানিয়ে এবার পদত্যাগ খোদ গেরুয়া বিধায়কের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের তিন কৃষি আইনের ঘোর বিরোধিতা জানিয়ে পদত্যাগ করলেন যোগীরাজ্যের বিজেপি বিধায়ক অবতার সিং ভাদানা। উত্তরপ্রদেশের মুজাফফারনগর জেলার মিরপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন অবতার সিং ভাদানা। তিনি আবার মিরাট ও ফারিদাবাদের প্রাক্তন সাংসদ। কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে অবতার সিং বিধায়ক পদ ও বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন।

ইস্তফা দেওয়ার ওয়ার অবতার সিং জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের প্রতিবাদে তার পদত্যাগ। এখন থেকে তিনি কৃষকদের কৃষি আইন বিরোধী আন্দোলনকে সমর্থন করে যাবেন। তবে, বিজেপি সূত্র জানিয়েছে, এখনো অবতার সিংয়ের ইস্তফা গৃহীত হয়নি।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাবে বিজেপি জোট সঙ্গী দল এনডিএ ছেড়েছিল। এমনকি সাংসদ পদত্যাগ করেছিলেন। এবার সেই দলে নাম লেখালেন অবতার সিং ভাদানা।

 

Leave a Reply

error: Content is protected !!