Latest Newsদেশফিচার নিউজ

মাদক-কাণ্ডে স্বস্তি পেলেন শাহরুখ পুত্র আরিয়ান, বেকসুর খালাস করল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অবশেষে আরিয়ান খানকে বেকসুর খালাস দিল এনসিবি। সংস্থার চার্জশিটে বলা হয়েছে শাহরুখ পুত্র আরিয়ানের কাছে কোনও মাদক পাওয়া যায়নি। গত বছর অক্টোবর মাসে প্রমোদতরীতে পার্টি চলাকালীন অভিযান চালায় এনসিবি। আরিয়ান ও তাঁর দুই বন্ধুকে সেখান থেকে তুলে নেওয়া হয়। বেশ কিছু দিন জেলে কাটানোর পর জামিনে ছাড়া পান আরিয়ান। আজ এনসিবির জারি করা চার্জশিটে নাম নেই আরিয়ান-সহ ৬ জনের। তাঁদের মধ্যে রয়েছেন প্রমোদ তরীর অনুষ্ঠানের ৪ আয়োজকও। এঁদের কারও বিরুদ্ধেই তেমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি।

নিয়মিত খবরের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে জয়েন করুন।

Leave a Reply

error: Content is protected !!