Friday, February 7, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দূষণ থেকে বাঁচতে অক্সিজেন মাস্ক দিয়ে মুখ ঢেকে দেওয়া হল ভগবানের!

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লিসহ দেশের বড় বড় সমস্ত শহরেই দূষণের কবল থেকে বাঁচতে মুখোশে মুখ ঢেকেছেন সাধারণ মানুষ। শুধুই কি মানুষ? মুখ ঢেকে দেওয়া হয়েছে ঈশ্বরেরও! প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় এলাকা তথা দেবতাদের শহর হিসেবে খ্যাত বারানসীতেই স্বয়ং ভগবানকেও দূষণ থেকে বাঁচাতে পরানো হয়েছে মুখোশ। ভোলানাথ, দেবী দুর্গা, কালী এবং সাঁই বাবার পুজো করার পরে তাঁদের মুখোশ পরানো হয়েছে।

ইন্টারনেটে সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এনিয়ে নেটদুনিয়ায় বিস্তর হাসাহাসিও শুরু হয়েছে। যদিও কাশীর মানুষদের যুক্তি, দূষিত বায়ু থেকে আরাধ্য ঈশ্বরকে রক্ষা করতে মূর্তিগুলিকে মুখোশ পরিয়ে রাখা হয়েছে। প্রতিমাদের মুখোশ পরতে দেখে মানুষজন নিজেরাও মুখোশ পরতে শুরু করেছেন। উল্লেখ্য, বারাণসীতে যখন খুব গরম পড়ে তখন দেবতাদের শরীর ঠাণ্ডা রাখার জন্য তাঁদের শরীরে চন্দন লেপে দেওয়া হয়। শীতকালে দেবতাদের সোয়াটারও পরানো হয়।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!