Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মোদী সরকার অপদার্থ, সেজন্যই দেশের অর্থনৈতিক অবস্থা বেহাল : সীতারাম ইয়েচুরি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে অভিযোগ করে মোদী সরকারকে অপদার্থ বলে কটাক্ষ করলেন সিপিএমের সাধারণ সম্পাদক ও পলিটব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি। তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার ‘আচ্ছে দিন’-এর কথা বললেও আসলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। এজন্য কেন্দ্রীয় মোদী সরকারের চূড়ান্ত অপদার্থতাই দায়ী। কারণ, দেশের অর্থনীতির হাল কীভাবে ফেরানো সম্ভব, তা নিয়ে এই সরকারের নির্দিষ্ট কোনও পরিকল্পনাই নেই।’

ইয়েচুরি বলেন, ‘বেহাল অর্থনীতির জন্য চাকরি হারাতে হচ্ছে ছেলে-মেয়েদের। দৈনন্দিন জীবনযাত্রার উপরে যার প্রভাব পড়ছে। গত তিন বছরে বারবার প্রমাণিত হয়েছে, কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল। কেন্দ্রের ওই সিদ্ধান্তের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গরিব মানুষেরা। নোটবন্দির প্রভাবে ২০১৭-১৮ আর্থিক বছরে শুধুমাত্র দুগ্ধ শিল্পেই প্রায় ৬০ হাজার কোটি টাকা লোকসান হয়েছে।’ নোট বাতিলের তিন বছর পূর্তিকে সামনে রেখে এভাবেই প্রধানমন্ত্রীর সমালোচনায় সোচ্চার হয়েছেন ইয়েচুরি।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!