এশিয়া চ্যাম্পিয়ন ভারত
৫০ রানের লক্ষ্যমাত্রা সহজে পর করে নিল ভারত। দশ উইকেট হাতে রেখে জিতল ভারত। এশিয়া চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।
(শেষ আপডেট ৬:১০)
৩ ওভারে ৩২
৫০ রান তাড়া করতে নেমে ভালো শুরু ভারতের। ৩ ওভারে উঠল ৩২।
(শেষ আপডেট ৫:৫৫)
৫০ রানে অল আউট
মাত্র ৫০ রানে অল আউট শ্রীলঙ্কা। সিরাজ ৬ উইকেট, হার্দিক ৩ উইকেট নিলেন।
(শেষ আপডেট ৫:১১)
৪০ রানে ৮ উইকেট হারাল শ্রীলঙ্কা
৮ উইকেট গেল লঙ্কান দলের। রান মাত্র ৪০।
(শেষ আপডেট ৪:৫৮)
৭ উইকেটের পতন
আরও একটি উইকেট নিলেন সিরাজ। ৩৯ রানে ৭ উইকেট শ্রীলঙ্কার।
(শেষ আপডেট ৪:৪৯)
৩১ রানে ৬ উইকেট, ঘুরে দাঁড়াতে লড়ছে শ্রীলঙ্কা
মাত্র ৩১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা, সৌজন্যে সিরাজের আগুনে বোলিং। ঘুরে দাঁড়াতে লড়ছে শ্রীলঙ্কা।
(শেষ আপডেট ৪:৩৮)
পাঁচ উইকেট সিরাজের
আরও একটা শিকার। পাঁচ উইকেট সিরাজের। ৬ উইকেট হারিয়ে বিপাকে শ্রীলঙ্কা।
(শেষ আপডেট ৪:১৯)
এক ওভারে চার উইকেট সিরাজের
এক ওভারে ৪ উইকেট নিলেন সিরাজ, ১২ রানে ৫ উইকেট শ্রীলঙ্কার
(শেষ আপডেট ৪:১৩)
দ্বিতীয় উইকেট পড়ল শ্রীলঙ্কার, ধাক্কা দিলেন সিরাজ
আট রানে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা। ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ।
(শেষ আপডেট ৪:০৫)
খেলা শুরু, উইকেট নিলেন বুমরাহ
নির্ধারিত সময়ের ৪০ মিনিট দেরিতে শুরু হল এশিয়া কাপের ফাইনাল। কোনও ওভার কমানো হয়নি। শুরুতেই উইকেট হারাল শ্রীলঙ্কা। প্রথম উইকেট নিলেন বুমরাহ।
(শেষ আপডেট ৩:৪৫)
কলম্বোয় বৃষ্টি
বৃষ্টির জন্য টসের পরেও নির্ধারিত সময়ে শুরু করা গেল না খেলা। ঢেকে দেওয়া হয়েছে মাঠ। আপাতত থেমেছে বৃষ্টি। সাড়ে তিনটায় মাঠ পর্যবেক্ষণ করেবেন আম্পায়াররা। তারপর তিনটা ৪৫ মিনিটে শুরু হতে পারে খেলা।
(শেষ আপডেট ৩:২৫)
টস
এশিয়া কাপের ফাইনালে টস জিতল শ্রীলঙ্কা। টস জিতে শ্রীলঙ্কা দলনায়ক দাসুন শানাকা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। টসে হেরে রোহিত শর্মা জানালেন, তিনি টস জিতলেও শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন।
(শেষ আপডেট ২:৩০)