দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সুপ্রিমকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল নেতা আবু তাহের। দীর্ঘ দিন ধরে সিবিআইয়ের খাতায় ফেরার ছিলেন ভোট পরবর্তী হিংসা মামলায় জড়িত এই নেতা। তাঁর নামে হুলিয়াও জারি হয়েছিল। সেই সময় গ্রেফতারি এড়াতে প্রথমে কলকাতা হাই কোর্ট এবং পরে সুপ্রিমকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামে শাসকদলের এই নেতা। কিন্তু সুপ্রিমকোর্ট তাঁকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সেই মতো শনিবার আত্মসমর্পণ করেন তিনি। তাহেরের আইনজীবী মনসুর আলম জানান, আদালত তাঁকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।