দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমের নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী শিল্পী-বুদ্ধিজীবীদের স্বাধীন মঞ্চ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কয়েকমাস আগেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব ছিলেন সকলেই। অবস্থান, বিক্ষোভ, ধর্না, গান—সবই হচ্ছিল মোদী-শাহদের বিরুদ্ধে। হঠাৎ করে ভোটের কয়েক মাস আগে অসমের সেই শিল্পীমঞ্চ ভেঙে চুরমার হয়ে গেল।
সিএএ বিরোধী শিল্পী মঞ্চের অন্তত ৪০ জন অভিনেতা, অভিনেত্রী, গায়ক, সুরকার যোগ দেন কংগ্রেসে। ২৮ জন বুদ্ধিজীবী সরাসরি যোগ দিয়েছেন বিজেপিতে। অসমের অন্যতম জনপ্রিয় গায়ক বাবু বরুয়া, সুরকার অজয় ফুকান এবং আরও ৩৮ জন শিল্পী যোগ দিয়েছেন কংগ্রেসে। গত মঙ্গলবার অসমের প্রদেশ কংগ্রেস দফতরে তাঁরা কংগ্রেসে যোগ দেন।
ঠিক তার পরের দিন অর্থাৎ বুধবার, গায়ক সীমন্ত শেখর, বাঁশি বাদক দীপক শর্মা, অভিনেতা প্রাণজিৎ দাস, রেবা ফুকানরা যোগ দেন বিজেপিতে। অহমিয়া অভিনেতা যতীন বোরাও ছিলেন সিএএ বিরোধী এই শিল্পী মঞ্চে। তিনি গত ১৭ অগস্ট যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। অনেকের মতে, যতীন বোরাকে দিয়েই বাকি শিল্পীদের নিজেদের শিবিরে শামিল করেছে বিজেপি।
দু’দিন আগেই গায়ক জুবিন গর্গকে অসমের কৃষি দফতর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে। তারপর তিনিও যোগ দিয়ে দেন বিজেপিতে। ভুলে গেলে চলবে না, অসমেরই একটি অনুষ্ঠানে বাংলা গান গাওয়ার ‘অপরাধে’ জুবিনকে নামিয়ে দেওয়া হয়েছিল মঞ্চ থেকে। সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন জুবিন। মাস আটেক পরেই অসমের বিধানসভা ভোট। তার আগে অসমের শিল্পী শিবিরে এই আড়াআড়ি বিভাজন রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।