দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমের ডিটেনশন ক্যাম্পে ফের প্রাণ গেল বন্দির। জানা গিয়েছে, কোকরাঝাড়ের ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ৬০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। তিনি ক্যান্সারের রোগী ছিলেন। মঙ্গলবার আধিকারিকরা এটি নিশ্চিত করেছেন। কোকরাঝাড় জেলার এক প্রবীণ পুলিশ কর্মকর্তা ওই মহিলাকে শনাক্ত করেছেন রাবেদা বেগম ওরফে রবা বেগম, যিনি ডিমা হাসাও জেলার বাসিন্দা। জেল রেকর্ড অনুযায়ী তিনি ২০১৮ সালের ফেব্রুয়ার থেকে বন্দি ছিলেন।
অসমে বর্তমানে ‛অবৈধ বিদেশী’ রাখার জন্য ছয়টি ডিটেনশন ক্যাম্প রয়েছে, তবে সমস্ত ডিটেনশন ক্যাম্পগুলিই জেলের অভ্যন্তরে অবস্থিত। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এই সমস্ত আটক কেন্দ্রগুলিতে ৮০০ জনকে আটক করা হয়েছে। গত নভেম্বরে কেন্দ্রীয় সরকার রাজ্যসভাকে জানিয়েছিল যে, অসমের আটক কেন্দ্রগুলিতে ২৮ জন মারা গেছে। এর পরে, গোয়ালপাড়া জেলার একটি আটক কেন্দ্রে প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা ৫৬ বছর বয়সী নরেশ কোচ কিছুদিন অসুস্থ থাকার পর মারা যান।
গুয়াহাটি থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত গোয়ালপাড়া জেলার মাটিয়ায় একটি নতুন আটক কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে অবৈধ বিদেশিদের রাখা হবে। এটি ২০১৯ সালের জানুয়ারিতে প্রকাশিত কেন্দ্রের নির্ধারিত গাইডলাইন অনুযায়ী তৈরি করা হচ্ছে।