Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

এনআরসির তালিকা টেম্পারিং করে বহু বিদেশির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে! সিআইডি তদন্তের দাবি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসম পাবলিক ওয়ার্কসের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে এনআরসি-র প্রাক্তন কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা এবং উইপ্রো কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা হয়েছে। অভিযোগ, গত বছরের ৩১ আগস্ট প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকা টেম্পারিং করে বহু বিদেশির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এপিডব্লিউ-র পক্ষ থেকে অসম পুলিশের সিআইডি-র কাছে অভিযোগ দায়ের করে অবিলম্বে তদন্তের দাবি জানানো হয়েছে। হাজেলার বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের ১০ আগস্ট থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতীক হাজেলা লস ভেগাস, চিকাগো, লস এঞ্জেলেসের মতো বিদেশরর বহু শহরে সফর করেছেন। প্রেস বিবৃতিতে শীল উপাধির এক ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়েছে, সিআইডি যদি এই ব্যাক্তিকে জেরা করে তবে অনেকে গোপন তথ্য বেরিয়ে আসবে।

উইপ্রো কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে এপিডব্লিউ-র চেয়ারম্যান বলেছেন, ওই কোম্পানি এনআরসি কতৃপক্ষর থেকে ৭৯৫ কোটি টাকা নিয়েছে। এপিডব্লিউ-র চেয়ারম্যান আরও বলেন, ‛১৬০০ কোটি টাকা খরচ করে এনআরসি হল, হাজার ভুল, হাজার দুর্নীতি, হাজার অমানবিক কর্মকাণ্ড, ১৯ লক্ষ এনআরসি-ছুট মানুষের ভাগ্য অনিশ্চিত হয়ে রইল। জনদরদি সরকার বিস্ময়কর ভাবে চুপ কেন?’

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!