Tuesday, June 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

জঙ্গী সংগঠনের সঙ্গে চুক্তির পথে বিজেপি! ঘোষণা করল অসমের বিজেপি সরকার

গুয়াহাটি, ০৮ সেপ্টেম্বর: দুই তিন বছরের লক্ষ্যমাত্রা নিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আলফার সঙ্গে রফা হতে পারে, এমনই ইঙ্গিত দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেছেন, আলফার সেনাধ্যক্ষ পরেশ বরুয়া সার্বভৌমত্ব নিয়ে আলোচনা চাইছেন। কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই আলাপনের মধ্যে দিয়ে রফার সূত্র উদ্ভবের চেষ্টা চলছে। আলফা স্বাধীন ইতিমধ্যে দু’বার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কিন্তু এতেও জট খোলেনি।

অসমের মুখ‌্যমন্ত্রী বলেন, ১৯৮৪ সাল থেকে যে সমস্যার জট পাকাচ্ছে তাঁর সমাধান কয়েক মাসে সম্ভব নয়‌। সরকার আগামী দুই তিন বছরের মধ্যে সমাধানের যা সূত্র তা খুঁজে বার করার চেষ্টা করবে। এতে আলোচনার প্রয়াস নিয়ে আলফার সঙ্গে সরকার যোগাযোগ রেখেছে। তাই রাজ্যে তেমন অশান্তি নেই এখন।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে খবর, কার্বি আংলং পাহাড়ে বিদ্রোহ অবসানে ৬টি জঙ্গি সংগঠনের সঙ্গে ত্রিপাক্ষিক শান্তি চুক্তির পর, এবার ডিমাশা ন্যাশনাল লিবারেশন আর্মি এবং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম এর জঙ্গিদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র ও রাজ‌্য সরকার তাদের প্রতিনিধিদের মাধ্যমে ওই দুই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এ ব্যপারে ইতিমধ্যেই উদ্দ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

গত ১৫ আগস্ট আলফা স্বাধীন এর মুখ্যব্যক্তি পরেশ বড়ুয়াকে সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন। কার্বি পাহাড়ে শান্তি ফিরলেও অশান্ত হয়ে রয়েছে ডিমা হাসাও জেলা। ডিমাসা আর্মিরা ডিমাসা জাতির জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে সশস্ত্র সংগ্ৰাম চালিয়ে যাচ্ছে। এর ফলে মাঝে মধ্যেই রক্তাক্ত হয়ে ওঠে জেলাটি। অসম – নাগাল্যান্ড রাজ্যের সিমানায় ডিমা হাসাও জেলায় এদের মূল বাস। ২০১৯ সালে ডিএনএলএ জঙ্গি সংগঠনটির জন্ম। তখন থেকে তারা সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে। মে মাসে কার্বি আংলং জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এই গোষ্ঠীর ৬ জন প্রাণ হারায়। গত আগস্ট মাসে ডিমা হাসাও জেলার রাস্তায় সাতটি ট্রাক অবরোধ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে আগুন ধরিয়ে ৫ জনকে হত্যা করে ডিমাসা আর্মিরা।

আগে এই এলাকাতে ডিমা হালাম দাওগাহ এবং ব্ল্যাক উইডো নামে দুটি জঙ্গিগোষ্ঠী সক্রিয় ছিল। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, ডিমা হাসাও জেলায় প্রায় ১ লক্ষ ৪২ হাজার ৪১৩ জন ডিমাসা উপজাতির মানুষ বসবাস করেন। গত ২৭ আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অসমের আরও একটি ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের সঙ্গে শান্তির চুক্তি স্বাক্ষর করে। অল বড়ো স্টুডেন্টস ইউনিয়ন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বড়ো ল্যাণ্ড এর সঙ্গে শান্তির চুক্তি স্বাক্ষর হয়‌। এনডিএফবির অধীন প্রায় ১,৫৫০ জন সদস্য এবং ১৩০ টি অস্ত্রসহ চলতি বছরের জানুয়ারি আত্নসমর্পন করে। এদিকে আলফা সুপ্রিম কাউন্সিলের স্বঘোষিত জেনারেল পরেশ বড়ুয়া তাদের পুরানো দাবিতে এখনও অনড়। এই সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী দলটি অসমিয়া ভাষা মানুষের জন্য অসমে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। চলতি বছরের মে মাস থেকে আলফার সাথে সরকারের শান্তি আলোচনা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল।

 

Leave a Reply

error: Content is protected !!