Sunday, June 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দেশের প্রত্যেক নাগরিক হিন্দু, ‛গাঁজাখুরি মন্তব্য’ সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের

ছবি : সংগৃহিত

নয়াদিল্লি, ০৭ সেপ্টেম্বর: এ দেশের হিন্দু-মুসলমানদের পূর্বপুরুষ এক। প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু। ইসলাম ধর্ম এসেছিল আক্রমণকারীদের সঙ্গে। এটাই ইতিহাস। বিষয়টিকে এ ভাবেই ব্যাখ্যা করা ভাল বলে মন্তব্য করলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার মুম্বইয়ে মুসলিম বিশিষ্ট জনেদের উদ্দেশ্যে বক্তৃতায় হিন্দু-মুসলমান সমাজের মধ্যে ঐক্য সাধন ও কট্টরপন্থী মুসলিম বিচারধারার বিরুদ্ধে সাধারণ শিক্ষিত মুসলমান সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান সঙ্ঘ প্রধান।

 

1 Comment

  • দেশের প্রতিটি নাগরিক হিন্দু নয়রে দাঙ্গাবাজ
    দেশের প্রতিটি নাগরিক হচ্ছে
    প্রথম…ভারতীয়
    দ্ধিতীয়..যে যা ধর্ম পালন করে সে সেই ধর্মাবলী
    সবাই হিন্দুও নয় সবাই মুসলিমও নয়
    এটা সেক্যুলার দেশ এই দেশে হিন্দু ,,মুসলিম,,শিখ,,ঈসাই,,জৈন,,বোদ্ধ,,সকল মানুষের বসবাস
    তাই বলছি দ্ধীতীয়বার কিছু বলার আগে ভেবে বলবেন

Leave a Reply

error: Content is protected !!