দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বড়দিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের গির্জায় গেলেই হিন্দুদের পিটুনি খেতে হবে। এমনই ঘোষণা করলেন অসমের কাছাড় জেলা বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সাধারণ সম্পাদক মিঠু নাথ। খ্রিস্টানদের উৎসবে কোনও হিন্দুর শামিল হওয়া চলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সময়ের খবর সময়ে পাওয়া খুবই জরুরী। দেশ ও দুনিয়ার বিভিন্ন প্রান্তে কী ঘটছে, কেন ঘটছে, সব খবরের মুহূর্তে আপডেট দিতে তাই আমরা নিয়ে এসেছি দৈনিক সমাচার
© Copyright 2020 Doinik Samachar