দরং, ২৪ সেপ্টেম্বর: পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন এক বিক্ষোভকারী। কিন্তু, সেই ব্যক্তিকেই লাথি মারতে দেখা যায় এক চিত্রগ্রাহককে। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। এই চিত্রগ্রাহকের গ্রেফতারের দাবিতে সুর চড়ায় নেটিজেনরা। এবার এই ঘটনায় তাকে গ্রেফতার করল অসম পুলিশ। জানা গিয়েছে ওই চিত্রগ্রহকের নাম বিজয় শঙ্কর বানিয়া।