দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যায় বিকল্প জমিতে মসজিদ বানানোর জন্য তৈরি হয়েছিল একটি ট্রাস্ট। শনিবার সেই ট্রাস্ট জানিয়েছে, অযোধ্যায় পাঁচ একর জমিতে যে মসজিদ গড়ে তোলা হবে, তার আয়তন হবে বাবরি মসজিদের সমান। সেই জমিতে থাকবে হাসপাতাল, গ্রন্থাগার ও জাদুঘর।
পাঁচ একর জমিতে মসজিদ নির্মাণের জন্য ট্রাস্ট তৈরি করেছে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড। সেই ট্রাস্টের নাম ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। ট্রাস্টের সচিব ও মুখপাত্র আতহার হুসেন এদিন জানান, “ধন্নিপুরে তৈরি হবে একটি মসজিদ। তার সঙ্গে থাকবে হাসপাতাল ও মিউজিয়াম। মসজিদের আয়তন হবে ১৫ হাজার বর্গফুট। বাকি জমিতে অন্যান্য নির্মাণ হবে।”
আতহার হুসেন জানান, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম আখতার ওই প্রকল্পের কনসালট্যান্ট আর্কিটেক্ট হবেন। একইসঙ্গে তিনি বলেন, শুক্রবার অধ্যাপক পুষ্পেশ পন্থ মিউজিয়ামের কিউরেটর হওয়ার প্রস্তাবে রাজি হয়েছেন। সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী উত্তরপ্রদেশ সরকার মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার ধন্নিপুর গ্রামে পাঁচ একর জমি বরাদ্দ করে।