Wednesday, April 24, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অভিনব! সরকারি অর্থে নয়া সচিবালয়ে মন্দির-মসজিদ-গির্জা তৈরি করবে তেলেঙ্গানা সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সরকারি অর্থে নয়া সচিবালয়ে তৈরি করা হবে মন্দির- মসজিদ- গির্জা, এমনটাই অভিনব উদ্যোগ নিল তেলেঙ্গানার চন্দ্রশেখর রাওয়ের সরকার। এক বিজ্ঞপ্তিতে একথা জানায় মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দপ্তর। প্রকাশিত সরকারি ওই বিজ্ঞপ্তিতে আসন্ন বিধান পরিষদ অধিবেশন শেষেই নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

তাতে আরও বলা হয়েছে, পুরানো সচিবালয় ভবন ভাঙার সময় ক্ষতিগ্রস্ত হওয়া মন্দির, দুটি মসজিদ সরকারি খরচে পুনর্নির্মাণ করা হবে। যাবতীয় সুযোগ-সুবিধা, পরিষেবার বন্দোবস্ত সমেত ধর্মস্থান তৈরির সিদ্ধান্ত হয়েছে।
তাতে আরও বলা হয়েছে, মন্দির তৈরি হবে ১৫০০ বর্গফুট জমিতে। পাশাপাশি প্রস্তাবিত দুটি মসজিদ তৈরি হবে একেকটি ৭৫০ বর্গফুট জমির ওপর। সেখানে থাকবে ইমামদের কোয়ার্টার। খ্রিস্টান সম্প্রদায়ের তরফেও দাবি ওঠায় নতুন সচিবালয়ে সরকার একটি গির্জাও তৈরি করবে।

এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করে স্মারকলিপি পেশ করে মসজিদ গড়ার দাবি জানান। তার পরেই মসজিদ গড়ার কথা জানায় রাজ সরকার। রাওয়ের সরকার আন্তর্জাতিক মানের ইসলামিক কেন্দ্র তৈরি করবে, সেজন্য জমিও বরাদ্দ হয়েছে জানায়। যদিও কোভিড-১৯ সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে কাজ শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। খুব শীঘ্রই জোর গতিতে কাজ শুরু হবে।

 

 

Leave a Reply

error: Content is protected !!