দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতীয় মহিলা কুস্তিগীর বিনেশ ফোগট করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার তিনি নিজেই ট্যুইট করে এই দুঃসংবাদ দেন। এশিয়ান ও কমনওয়েলথ গেমসের সোনাজয়ী বিনেশ ফোগট এখন সোনপতে নিজের কোচ ওম প্রকাশের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন।
উল্লেখ্য, বিনেশ ফোগট কমনওয়েলথ গেমসে দেশের হয়ে সোনাজয়ী কুস্তিগীর ববিতা ফোগাটের বোন। তবলীগ জামাত ইস্যুতে গোটা দেশ যখন উত্তাল ছিল তখন ববিতা ট্যুইট করে লিখেছিলেন, “করোনা ভাইরাস সমস্যা এখনও ভারতের দ্বিতীয় সমস্যা৷ আসল সমস্যা এখনও ‘জাহিল জামাতি’-রাই৷”