দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা থেকে বাঁচতে দেশজুড়ে চলমান লকডাউনে সরকার গরীবদের রেশন দেওয়ার কথা বলছে, তবে বাস্তবতা কিন্তু অন্যরকমই মনে হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা নোটবন্দির স্মৃতি উস্কে দিচ্ছে। এমনই একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বদাউনে। যেখানে সরকারী রেশন দোকানের বাইরে লাইনে দাঁড়িয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই মহিলা মারা গেছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট এখনও আসেনি। মৃত মহিলার নাম শামিম বানু। ওই মহিলা টানা দু’দিন দেড় কিলোমিটার পায়ে হেঁটে রেশন দোকানে আসছিলেন। ওইদিন সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকা শামিম তীব্র রোদ সহ্য করতে না পেরে বেলা ১১টার সময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা ওই মহিলাকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তাঁর মৃত্যু হয়। শামিমের স্বামী দিল্লির একটি বেসরকারি সংস্থায় কাজ করেন বলে জানা গিয়েছে। মহিলার মৃত্যুর পর পুলিশ তদন্ত শুরু করেছে। প্রশ্ন উঠছে, যখন যোগী সরকার গরীবদের বিশেষ লক্ষ্য রাখার দাবি করছেন, তখন রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে মহিলার মৃত্য হল কীভাবে?
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন