Thursday, March 28, 2024
ফিচার নিউজসম্পাদকীয়

হিন্দুত্ববাদ বনাম হিন্দুত্ববাদ! করোনার লড়াইয়ে মোদীকে ছাপিয়ে যাচ্ছে ঠাকরের হিন্দুত্ববাদ

সামাউল্লাহ মল্লিক

করোনা ভাইরাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এগিয়ে রাখছেন অনেকেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উদ্ধব ঠাকরের আগে উঠে এলেও, উদ্ধব ঠাকরেকেই করোনার লড়াইয়ে সেরা হিসেবে বেছে নিয়েছেন বিশেষজ্ঞরা। তার যথেষ্ট কারণও আছে। সবথেকে বড় কথা ভিন রাজ্যের শ্রমিকদের জন্য তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে তাঁর আশেপাশে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা ডাহা ফেল। মুখ্যমন্ত্রীদের কথা বাদ দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করলেও, ফল সেই একই দাঁড়াবে।

রাজ্যে আটকে থাকা ভিন রাজ্যের শ্রমিকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব ঠাকরে প্রশাসন। বিধিসম্মত স্বাস্থ্যপরীক্ষা করিয়ে এক লাখের বেশি শ্রমিককে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্তে সম্মতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের ৩৮টি আখ কারখানায় প্রায় ১.৩১ লক্ষ পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন। এই সব শ্রমিকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। তবে এই শ্রমিকদের বাড়ি ফেরানোর যাবতীয় খরচ ও বন্দোবস্ত করবে ওই সব আখ কারখানা কর্তৃপক্ষই। যদিও আখ কারখানায় কর্মরত অধিকাংশ শ্রমিক মহারাষ্ট্রেরই বাসিন্দা।

একদিন আগেই মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছিল, দেশ যতদিন করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করবে, ততদিন ভাড়াটে উচ্ছেদ করা যাবে না। বাড়িওয়ালাদের প্রতি নির্দেশিকা জারি করে সরকার আরও বলেছিল, দরকার হলে ভাড়াটেরা ভাড়া দেবেন তিন মাস পরে। ততদিন পর্যন্ত তাঁদের থাকতে দিতে হবে। শুধু তাই নয়, কোনও মালিক যদি এই নির্দেশ অমান্য করে, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে মহারাষ্ট্র সরকার।

এর আগে হিন্দুত্ববাদী ডানপন্থী দলের প্রধান হিসাবে নিজের ভাবমূর্তি ভেঙে তিনি একটি বিবৃতি দিয়েছিলেন, যা দেশের অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠন-দলগুলোকে অবাক করেছিল। তিনি করোনার এই ভয়াবহ সময়কালে বিদ্বেষমূলক ভিডিও ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বলেন, ‛সমাজে কিছু মারাত্মক ভাইরাসও রয়েছে। তাঁদের উদ্দেশ্যে বলতে চাই, করোনা থেকে আমি আমার লোকদের বাঁচিয়ে নেব, কিন্তু তারপর আমার কাছ থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। তাই, দয়া করে ভুয়ো ভিডিও ছড়াবেন না।’

মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের কাজ ও শিবসেনা সুপ্রিমো হিসেবে উদ্ধব ঠাকরের চিন্তাভাবনা বিজেপির কাছে যথেষ্ট ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদিকে হিন্দুত্ববাদী দল বিজেপি দেশের শাসন ক্ষমতায় রয়েছে। অন্যদিকে হিন্দুত্ববাদী দল শিবসেনা মহারাষ্ট্রে সরকার চালাচ্ছে। কিন্তু দুই দলের মাঝে বিস্তর ফারাক গড়ে দিচ্ছেন উদ্ধব ঠাকরে একাই। তাই হিন্দুত্ববাদ বনাম হিন্দুত্ববাদের কাজের এই লড়াইয়ে হাজার যোজন এগিয়ে শিবসেনা। মোদীর হিন্দুত্ববাদকে পিছনে ফেলে উদ্ধবের হিন্দুত্ববাদ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। তাও আবার কাজের কাজ করে।

 

Support Free & Independent Journalism

1 Comment

  • ভালো লাগলো পজিটিভ দিকটি।
    এমন ব্যবস্থা আমাদের রাজ্য সরকার দ্রুত গ্রহন করুক।

Leave a Reply

error: Content is protected !!