দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাসে হিন্দু যুবতীর সঙ্গে সফর করছিলেন এক মুসলিম যুবক। শুধুমাত্র এই অপরাধের কারণে ওই মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করল উগ্ৰ হিন্দুত্ববাদী বজরং দলের সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের উপকূল তীরবর্তী মেঙ্গালুরুতে।
মেঙ্গালুরুর পুলিশ কমিশনার শশী কুমার জানিয়েছেন, গতকাল মেঙ্গালুরু শহরের বাইরে রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই বাসে মৃত ওই যুবকের সঙ্গে ছিলেন তাঁর এক বান্ধবী । তাঁরা একই ক্লাসে পড়তেন । হঠাৎই বাসটিকে মাঝ-রাস্তায় দাঁড় করান ৭-৮জন ব্যক্তি । ভিন্ন ধর্মের ওই যুবতীর সঙ্গে সফর করার অভিযোগে ওই যুবককে বাস থেকে টেনে নামানো হয় । এরপর ওই যুবককে প্রচণ্ড মারধর করা হয় । ওই যুবতী কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন । তাঁকেও মারধর করা হয়েছিল ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে ৪ জন বজরঙ্গ দলের সদস্য । সকলকেই গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্তরা একটি গাড়ি করে এসেছিল । মাঝপথে বাসটি দাঁড় করিয়ে তারা ওই যুবক-যুবতীকে প্রচণ্ড মারধর শুরু করে । ধারালো অস্ত্র দিয়ে কোপান হয় যুবককে । এরপর ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর এখন তাঁর অবস্থা স্থিতিশীল।
জানা গিয়েছে, ওই যুবতী বেঙ্গালুরুতে যাচ্ছিলেন । কিন্তু সেখানে তিনি বিশেষ কিছু চেনেন না, সে কারণেই তাঁর সঙ্গে যাচ্ছিলেন ওই যুবক । তাঁরা একই ক্লাসের বন্ধু এবং একে অপরে বহুদিন ধরেই চেনেন । খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে ওই ৮ অভিযুক্তের বিরুদ্ধে । পুলিশ তদন্ত শুরু করেছে ।