Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

জুম্মার নামাজের পর মসজিদে তৃণমূলের প্রচার করছেন কমিটির সভাপতিরা, বিজেপির ভাষায় মন্তব্য সূর্যকান্তর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেদার সাম্প্রদায়িক মন্তব্য করতে দেখা যায় বিজেপি নেতাদের। কিন্তু এবার বিজেপির ভাষায় মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ফেসবুক পোস্টে অভিযোগ, শুক্রবারের জুম্মার নামাজের পর বর্ধমানের একাধিক মসজিদে তৃণমূলের হয়ে প্রচার করেছেন মসজিদ কমিটির সভাপতিরা।

পোস্টটিতে চারটি প্রশ্ন তোলা হয়েছে। প্রথমত, তৃণমূল কংগ্রেসের বিধায়ক যে বিজেপির কাছে বিক্রি হবে না তার নিশ্চয়তা কী? কেন তৃণমূলের জমানায় জেলবন্দিদের ৩৮ শতাংশই মুসলমান? পোস্টে দাবি করা হয়েছে, কাজ মিটলেই মুসলিমদের ছুড়ে ফেলে দেবেন মমতা। যেমন কিশেনজিকে ছুড়ে ফেলেছেন তিনি।

প্রশ্ন তোলা হয়েছে, কেন আরএসএস-এর সদস্যদের তৃণমূল টিকিট দিয়েছে? কেন তৃণমূলের ইসতেহারে এনআরসি- এনপিআর ও সিএএ- এর কোনও উল্লেখ নেই? কেন তৃণমূলের ইসতেহারে সংখ্যালঘু উন্নয়ন নিয়ে কোনও উচ্চবাচ্য নেই?

রাজ্যে তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে মুসলিম ভোটের অবদান স্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঘোষণা করেছেন মোয়াজ্জেম ভাতার। ২০১৯ সালের লোকসভা ভোটে ফল খারাপ হওয়ায় তিনি বলেছিলেন, দুধেল গরুর একটু আধটু লাথি খেতে হয়। উলটো দিকে বিজেপির উত্থানে রাজ্যে হিন্দু ভোট একজোট হওয়ার সম্ভাবনা প্রবল। তাই কি মুসলিম ভোট পালটা একবাক্সে ফেলতে মসজিদে নমাজের প্রচার করাচ্ছে তৃণমূল? বিশেষজ্ঞরা অন্তত তাই মনে করছেন।

1 Comment

  • খবরের শিরোনাম ও ভিতরের অংশ এক নয়।
    রাজ্যের শাসকদলের হয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, বামপন্থীদের বিরুদ্ধে স়ংবাদ পরিবেশন বন্ধ করুন।
    আসলে সম্পাদক নিজেই বিজেপির পক্ষে প্রকারান্তরে এরাজ্যের শাসকদলের মতোই কাজ করে চলেন।

Leave a Reply

error: Content is protected !!