Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই লাভ জিহাদ আইন: বিজেপি মন্ত্রী নরোত্তম মিশ্র

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বেজে গিয়েছে বাংলার বিধানসভা নির্বাচনের নিঘণ্ট। প্রস্তুত সব দলই। কিন্তু এর মাঝেই আলপটকা মন্তব্য করতে ছাড়ছেন না বিজেপি নেতারা। বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এলেই বাংলায় লাভ জিহাদ নিয়ে আইন করার কথা জানালেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। শনিবার আসানসোলের উষাগ্রামে বিজেপির যোগদান কর্মসূচিতে এমনটাই দাবি করেন নরোত্তম। যা নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতৃত্ব থেকে বিশিষ্ট জনেরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরোত্তম বলেন, ‘বাংলার মানুষেরা ঠিক করে নিয়েছেন যে, বিজেপির সরকার এখানে আসছে। আর সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই এখানে লাভ জিহাদ নিয়ে আইন করা হবে।’

লাভ জিহাদ নিয়ে আইন করার কথা জানাজানি হতেই তীব্র সমালোচনা করেন বিশিষ্টজনেরা। আসানসোলের স্কুল শিক্ষক রাজীব মুখোপাধ্যায় বলেন, ‘এখানে লাভ জিহাদের কথা বলে বিভ্রান্ত করে কিছু লাভ হবে না। কেন না বাংলার শিক্ষা-সংস্কৃতি-রুচি আলাদা। কোন মানুষ কাকে ভালবাসবেন, কোন মানুষ কাকে বিয়ে করবেন বা বাড়িতে বসে কী খাবেন- এসব নিজেরাই ঠিক করেন। বাইরে থেকে কেউ এসে এসব ঠিক করে দেবেন না।’

 

Leave a Reply

error: Content is protected !!