Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

নিন্মচাপের জেরে অতিভারি বৃষ্টিতে ভাসবে বাংলা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশ ও বিহারের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ুর প্রভাবেই আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিপাতে ভাসবে বাংলা। রাজ্যের সর্বত্র ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি। বেলা যত গড়াবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যার জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই মৌসুমী বায়ু দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বেশ কয়েকয়টি এলাকায় প্রবেশ করেছে। যার ফলে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও মৌসুমী বায়ুর প্রভাবেই শুরু হয়ে গিয়েছে বর্ষাকাল। রবিবারের মধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত।

আবহাওয়াবিদদের মতে, রবিবার থেকেই রাজ্যজুড়ে সর্বত্র জাঁকিয়ে বসবে বর্ষাকাল। ইতিমধ্যেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রভাব বিস্তার করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আজ শনিবার কলকাতায় আকাশের মুখ ভার। সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা। রাজ্যজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

গতকাল থেকেই বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে নিম্নচাপ তৈরি হয়েছিল তা আজ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে ভাসবে বাংলা।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের ৫ জেলায় ঝড় বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শহর কলকাতায় আকাশ আজ সকাল থেকেই রয়েছে কিছুটা মেঘলা। বিকেলের দিকে ঝড় বৃষ্টি নামার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রতিনিয়ত বৃষ্টির ফলে জোয়ারে বাড়বে জলস্ফীতি। উপকূলবর্তী এলাকাগুলিতে ৪০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগণায় ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও আজ ভারী বৃষ্টিরল সম্ভাবনা থাকছে। নিম্নচাপ এবং কোটালের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠবে তাই মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে। যেসমস্ত মৎসজীবীরা সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে পড়েছেন তাঁদেরও ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!