দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের নীতির প্রতিবাদে আজ ভারত বনধ চলছে। কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের নীতি জনবিরোধী অভিযোগ করে শ্রমিক সংগঠনগুলি এই ধর্মঘটের ডাক দিয়েছে। এর মধ্যে রয়েছে আইএনটিইউসি, এআইটিইউসি, এইচএমএস, সিটু, এআইইউটিইউসি, টিইউসিসি, এসইডব্লিউএ, এআইসিসিটিইউ, এলপিএফ, ইউটিইউসি।
সকাল থেকেই বনধের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই পাঁশকুড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা। জলপাইগুড়িতে বাস চলাতে বাধ সেধেছে ধর্মঘটীরা। একই অবস্থা ট্রেন চলাচলেও। হাওড়া লাইনের অসংখ্য ট্রেন অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। যদিও যাদবপুর ও শ্যামবাজারে স্বাভাবিক যান চলাচল লক্ষ্য করা যাচ্ছে।
বিভিন্ন কলেজের অন্তত ৬০টি সংগঠনও এই ধর্মঘটে শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়াও এই বনধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষি শ্রমিকদের সংগঠনও গ্রামীণ ভারত বনধের সিদ্ধান্ত নিয়েছে। ট্রেড ইউনিয়নগুলির বেকারত্ব, ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা সহ নানা দাবি নিয়ে কেন্দ্র সেভাবে কর্ণপাত করেনি বলেই অভিযোগ ইউনিয়নের।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন