Tuesday, April 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মোদীর ব্যর্থতাই আর্থিক ঝুঁকির মুখে দাঁড় করিয়েছে ভারতকে, রিপোর্ট ইউরেশিয়া গ্রুপের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মোদী সরকারের শাসন-ব্যর্থতার জন্যই ২০২০ সালে গোটা বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম ভূ-রাজনৈতিক ঝুঁকির মুখে দাঁড়িয়ে রয়েছে ভারত। এমনটাই দাবি করল পৃথিবীর সেরা রিস্ক কনসালটেন্সি ইউরেশিয়া গ্রুপ। ইউরেশিয়া গ্রুপ হল একটি বেসরকারি রেটিং এজেন্সি। কোনও দেশের বা এলাকার অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং ঝুঁকি বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের লগ্নির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পরামর্শ দেয় তারা।

ইউরেশিয়া গ্রুপের রিপোর্ট বলছে, ‛প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দ্বিতীয় দফার শাসনকালের বেশিরভাগ সময়টা পার করে ফেলেছেন। তবে এই সময়টাই তিনি অর্থনীতির উন্নয়নের বদলে নানারকম সামাজিক নীতিই বেশি করে গ্রহণ করেছেন। ফলে বিদেশ নীতি এবং অর্থনীতি দুই-ই বড়সড় ধাক্কা খাবে এই বছরে।’ শুধু তাই নয়, রিপোর্টে আরও রয়েছে, ‛মোদী সরকারের আমলে বাড়বাড়ন্ত হয়েছে আরএসএস-এর।’

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!