Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

এনডিএ-তে বড় ধস, প্রার্থী বণ্টন নিয়ে বিবাদ চরমে, বিজেপির হাত ছাড়লো আরও এক পুরনো সঙ্গী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সামনেই ভোট। আর হাতে গোনা কয়েকটি দিন কাটলেই ভোটের দামামা বাজতে শুরু করবে। তার আগে একাধিক রাজ্যে জোট শরিকদের মধ্যে আসন বণ্টন যেমন সম্পন্ন করেছে পার্টিগুলি, তেমনই প্রার্থী ঘোষণার একটা বড় দিক সম্পন্ন । এদিকে, দেখা যাচ্ছে, এরকম এক পরিস্থিততে কেরলে বিবাদ চরমে।

কেরলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএতে বহুদিন ধরেই সঙ্গী ছিল কেরল কংগ্রেস (থমাস)। ভোটের আগে যেখানে মেট্রোম্যান শ্রীধরনকে সামনে রেখে বিজেপি প্রচার পারদ তুঙ্গে রাখতে চাইছে, সেই জায়গায় এই জোট ছাড়ার ঘটনা নিঃসন্দেহে একটি বড় দিক।

জানা গিয়েছে , কেরলে এনডিএর আসন বণ্টনের পর দেখা গিয়েছে যে কেরালা কংগ্রেস (থমাস) পার্টিকে একটিও আসন দেওয়া হয়নি। আর জোটে আসন না পেয়ে ক্ষুব্ধ কেরল কংগ্রেস থমাস। তারা জোট থেকে বেরিয়ে অন্য দলের হাত ধরার কথা জানিয়েছে।

কেরলের অন্যতম নামী নেতা থমাস। তিনি বহুদিন ধরেই কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ছাড়ার পর তারা পি জে জোসেফের নেতৃত্বধীন কংগ্রেসে যোগ দেবে বলে জানা গিয়েছে। যে পার্টি কেরলা কংগ্রেস জোসেফ নাম পরিচিত।

জানা গিয়েছে, কেরলে ৪ টি আসনে এনডিএ জোটের মধ্যে থেকে লড়তে চেয়েছিল কেরল কংগ্রেস থমাস। তবে এনডিএ তা নাকচ করে দেয়। এদিকে, ‘কেরল কংগ্রেস’ এই শব্দটি কেরালাতে কংগ্রেস ভাঙকে ভাঙতে ছোট ছোট দল হওয়ার পরই গুরুত্বপূর্ম হয়। দলের নামের আগে ‘কেরল কংগ্রেস’ শব্দটি নিয়ে আইনি লড়াইও হয় অনেকের মধ্যে। এমন পরিস্থিতিতে কেরলে এনডিএ জোট ছেড়ে কেরল কংগ্রেস বেরিয়ে যাওয়ায় বিজেপির এনডিএ জোটের পরিস্থিতি কেমন থাকে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

Leave a Reply

error: Content is protected !!