Friday, February 7, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ন্যায় পাবে নির্ভয়া! ১৪ ডিসেম্বরের মধ্যে তৈরি রাখতে হবে ১০টি ফাঁসির দড়ি, নির্দেশ গেল বিহারের জেলে

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৪ ডিসেম্বরের মধ্যে তৈরি রাখতে হবে ১০টি ফাঁসির দড়ি। এমন নির্দেশই গিয়েছে বিহারের বক্সার জেলার জেলখানায়। ফাঁসির দড়ির তৈরির জন্য বক্সারের এই জেল বহুদিন ধরেই বিখ্যাত। এবার একসঙ্গে ১০টি ফাঁসির দড়ি তৈরির বায়না পাওয়ার পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই মনে করছেন এবার হয়তো নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসির সাজা কার্যকর হবে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

বক্সার জেলের সুপার বিজয় কুমার অরোরা জানিয়েছেন, জেল ডিরেক্টরেটের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বক্সারের জেলে। তবে কোথায় এই দড়ি সরবরাহ করতে হবে কিংবা কোথায় এই ১০টি ফাঁসির দড়ি কাজে লাগানো হবে সে ব্যাপারে ওই নির্দেশিকায় কিছু বলা হয়নি। আফজল গুরুর ফাঁসির সময় শেষ বার এই জেল থেকে সরবরাহ হয়েছিল ফাঁসির দড়ি। দেশের যে প্রান্তেই ফাঁসির সাজা ঘোষণা হোক না কেন দড়ি যায় বক্সারের এই জেল থেকেই।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!