Friday, February 7, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘বিহারে বিরোধীরা জিতলে জঙ্গিদের স্বর্গরাজ্য হবে’‌, বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘বিহারে বিরোধীরা জিতলে জঙ্গিদের স্বর্গরাজ্য হবে’‌, এমনটাই অসাংবিধানিক মন্তব্য করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়। বুধবার একটি সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপির হয়ে প্রচারে গিয়ে বলেন, ‘‌বিহারে যদি বিরোধীরা জেতে তাহলে এই রাজ্য হয়ে উঠবে জঙ্গিদের স্বর্গরাজ্য।’‌ তিনি আরও বলেন, ‘‌আপনারা কি চান, জঙ্গিরা কাশ্মীর থেকে বিহারে এসে ডেরা বাঁধুক?’‌

কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য নিয়ে তোপ দেগেছে কংগ্রেস ও আরজেডি। বিহারের বিরোধী দল আরজেডির তরফে বলা হয়েছে, ‘‌বিজেপি যখন কোনও কথা বলতে পারে না, তখন পাকিস্তান, জঙ্গি এসব আওড়াতে শুরু করে। আসলে ওদের উন্নয়ন, কর্মসংস্থান, শিল্প, অর্থনীতি, নতুন প্রকল্প এসব নিয়ে কথা বলার মুখ নেই।’‌

এক কংগ্রেস নেতা বলেন, ‘‌মনে আছে ২০১৫ সালের ভোটে অমিত শাহ কী বলেছিলেন? সেবার বলেছিলেন, বিজেপি যদি বিহারে না জেতে তাহলে পাকিস্তানে পটকা ফাটবে। উৎসব হবে।’‌

উল্লেখ্য, ২৭ অক্টোবর বিহারে প্রথম দফার ভোট। তার আগে কোভিড পরিস্থিতির মধ্যেই জোর কদমে প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দল।

 

 

Leave a Reply

error: Content is protected !!