দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বয়স তো শুধু সংখ্যামাত্র। ইচ্ছাশক্তিই বড় কথা। রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের বিরুদ্ধে লড়াইয়ে শাহীনবাগের অনশন মঞ্চের যুবতীদের প্ল্যাকার্ড-ব্যানার-ফেস্টুন এর মাঝে এক ৮২ বছরের বৃদ্ধা বসে ছিলেন। সাংবাদিক রানা আইয়ুব তাঁকে জিজ্ঞেস করায় তিনি বলেছিলেন যে, “আমার শিরায় শেষ বিন্দু রক্ত চলাচল করা অবধি আমি এখানেই থাকব, যাতে করে দেশের তথা বিশ্বের ভবিষ্যৎ প্রজন্ম অন্যায় ও সমান অধিকারের মুক্ত অক্সিজেন পায়।”
শাহীনবাগের সেই আন্দোলন মঞ্চ আর নেই। শুধু স্মৃতি গুলো রয়ে গিয়েছে। সেই ৮২ বছরের বৃদ্ধা শাহীনবাগের সেই ধর্না মঞ্চে ভিড়ের মধ্যে সবার নজর ছিলেন। তিনি বিলকিস দাদী। যিনি সকাল থেকে রাত পর্যন্ত জীর্ণ শরীরে বয়সের ছাপ নিয়ে সাহস জুগিয়েছেন দেশবাসীকে। সম্প্রতি টাইম ম্যাগাজিনের বিশ্বের সেরা ১০০ প্রভাব বিস্তারকারী মুখের মধ্যে জায়গা করে নিয়েছেন ৮২ বছরের বিলকিস দাদী। সংবাদ সংস্থা মিন্টের এক প্রতিবেদনে বিলকিস বলেছিলেন যে, তিনি অখণ্ড ভারতের জন্যই প্রতিবাদ করেছিলেন।