Sunday, March 3, 2024
Latest Newsইতিহাসফিচার নিউজ

ফিরে দেখা: দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার, ২০ বছর পর বেকসুর সাগরদিঘির আবদুল্লা সালাফি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৯৯৮ সালের ২৭ জানুয়ারি রমজান মাসের এক রাতে জলসা (ধর্মসভা) থেকে তুলে এনে দেশদ্রোহিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। আরবি ভাষা ও সাহিত্যে এমএ আবদুল্লা সালাফির প্রায় ২০ বছরের লড়াইয়ের শেষে কলকাতা নগর দায়রা আদালত জানয়, তিনি নিরপরাধ। বেকসুর খালাস।

তিনি গ্রেফতার হওয়ার পরে একটি কাগজ লিখেছিল, জঙ্গিদের টাকায় সালাফি বাড়িতে সুইমিং পুল বানিয়েছে! সাগরদিঘির প্রত্যন্ত হলদি গ্রামের প্রৌঢ় মৌলবি আবদুল্লা সালাফি মুক্তির পর বলেন, ‘‘ফেজ টুপি পরলেই যে জঙ্গি হয় না, সেটা ফের প্রমাণ হয়ে গেল!’’

 

 

Leave a Reply

error: Content is protected !!