দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে। ফলে ২১-এর আগে ক্রমশই শক্তি বৃদ্ধি হচ্ছে জোড়াফুল শিবিরের। দলের মধ্যে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও ভাঙনের জেরে শক্তি হারাচ্ছে বিজেপি। এবার দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য। শুক্রবার তিনি এবং তাঁর অনুগামীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। কার্যালয়ে তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন শ্যামল সাঁতরা।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়ে বিধায়ক হন তুষারবাবু। ২০১৯ সালে লোকসভা ভোটের সময় ঘাসফুল শিবির ছেড়ে পদ্মফুল শিবিরে যোগ দেন তিনি। বছর ঘুরতেই মোহভঙ্গ। শুক্রবার ফের তিনি যোগ দিলেন তৃণমূলে। ১৯৮৯ থেকে ১৯৯০ পর্যন্ত বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রধানও ছিলেন তিনি। আবার ১৯৯৮ সাল থেকে তিনি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের দায়িত্ব সামলে ছিলেন দীর্ঘদিন। এবার ফের ফিরে এলের তৃণমূলে।
দল ত্যাগের ব্যাপারে তুষারবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করে চলেছেন তাঁর কাজের সঙ্গী হতে আমার তৃণমূলে আসা।