Saturday, March 2, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

দেশবাসীকে নানা ভাগে বিভক্ত করবেন না – মিডিয়াকে পরামর্শ ইরফান পাঠানের

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : দেশের সংবাদমাধ্যমকে একহাত নিলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার ইরফান পাঠান। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করে মিডিয়াকে কিছু পরামর্শ দিয়েছেন ইরফান।

নিজের ট্যুইটে ইরফান লেখেন, “একটা ঘটনাকে এত চকচকে করে দেখাও যে অন্য ঘটনার চকচকে ভাব ফিকে পড়ে যায়, লোকেদের এত ভাগে বিভক্ত করোনা যে সমান ভাগের অংশ কারও হাতেই না আসে। কথা এত ঘোরাও যে আসল কথা বুঝতেই না পারা যায়।”

এই ট্যুইটে ইরফান পাঠান হ্যাশট্যাগ হিসেবে ‛মিডিয়া’ ও ‛আইনফরচুনেট’ শব্দের ব্যবহার করেছেন। মনে করা হচ্ছে, দেশের মিডিয়ার বর্তমান অবস্থা দেখে ক্ষেপে গিয়েছেন ইরফান। তারই ফলস্বরূপ ইরফানের এই ট্যুইট।

 

 

Leave a Reply

error: Content is protected !!