দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগে একাধিকবার তৃণমূলকে কাটমানিখোর, চাল চোর বলে আক্রমণ শানিয়েছে বিজেপি। কিন্তু এবার নিজেদের আক্রমানাত্মক বাক্যে নিজেরায় বিদ্ধ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ‘কাটমানি’ খাওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। ২০ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
বিজেপির ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধান লালু ওঁরাওয়ের। ক্ষমতায় না এসেই কাটমানি নেওয়া শুরু করেছে বলে কটাক্ষ করেছে তৃণমূল।