দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পুলিশের থেকে ১২ লাখ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তেলঙ্গনার দুব্বাক্ক অঞ্চলের সিদ্দিপেটে। দুব্বাকের বিজেপি প্রার্থী এম রঘুনন্দন রাওয়ের এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি থেকে ১৮ কোটি ৬৭ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। অভিযোগ, এরপরই পুলিশকর্মীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে নিয়ে পালিয়ে যায় বিজেপি সমর্থকরা।
বিজেপি কর্মীদের পাল্টা অভিযোগ, পুলিশই ব্যাগে করে টাকা এনে ওখানে রাখার চেষ্টা করেছিল। যে ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ তাঁর নাম সুরভি অঞ্জন রাও। পুলিশ জানিয়েছে উদ্ধার করা টাকা থেকে ১২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে এলাকা থেকে চম্পট দেয় গেরুয়া শিবিরের কর্মীরা। সিদ্দিপেটের পুলিশ কমিশনার জোয়েল ডেভিস জানিয়েছেন, বাকি ৫ লক্ষ ৮৭ হাজার টাকা আটক করেছেন সিদ্দিপেটের এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তল্লাশির জায়গায় পৌঁছলে তেলঙ্গনার বিজেপি প্রধান বান্দি সঞ্জয় কুমারকে আটক করেছে পুলিশ।