দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛বিজেপি এবং বজরং দলের মতো সংগঠন আইএসআইয়ের থেকে টাকা পায়। মুসলমানদের চেয়ে অমুসলিমরাই পাকিস্তানের গুপ্তচরদের হয়ে বেশি কাজ করে।’ – এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং।
যদিও এমন মন্তব্য করেননি বলে অস্বীকার করেছেন তিনি। তবে তাঁর ওই বিতর্কিত মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পাল্টা ট্যুইট করে দিগ্বিজয় বলেন, বিজেপি বা বজরং দল আইএসআইয়ের থেকে টাকা নেয়, এমন কথা তিনি বলেননি। আর একটি ট্যুইটে তিনি বলেন, বিজেপির আইটি সেলের কয়েকজনকে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, তারা আইএসআইয়ের হয়ে কাজ করত।