দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকসভায় কৃষি বিল পাসের বিরোধিতায় আজ দেশ জুড়ে বন্ধ ডেকেছেন কৃষকরা। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সড়ক অবরোধ করে বন্ধ পালন করছেন কৃষকরা। এরই মাঝে গেরুয়া শিবির থেকে বিদ্রোহের খবর পাওয়া গিয়েছে।
হরিয়ানা বিজেপির দুই নেতা এই কৃষি বিলকে কৃষক বিরোধী আখ্যা দিয়েছেন। বিজেপির ওই দুই নেতা হলেন, পরমিন্দর সিং দুল ও রামপাল মাজরা। তাঁরা নিজ দলের বিরুদ্ধাচরণ করে বলেন, এই বিল কৃষকদের জন্য উপকারী না। বিজেপির উচিত, কৃষকদের কথা শোনা, যাঁরা রাস্তায় নেমে আন্দোলন করছেন।