দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপি প্রার্থী এমটিবি নাগরাজের মাত্র দেড় বছরে ১৮৫ কোটি টাকার সম্পত্তি বেড়েছে! নাগরাজের নির্বাচনী হলফনামায় এই তথ্য প্রকাশ পেয়েছে। তথ্য বলছে, গত আগস্ট মাসের প্রথম দিকে, মাত্র পাঁচ দিনে ৫৩টি বড় অঙ্কের টাকা জমা পড়েছে তাঁর অ্যাকাউন্টে। এগুলির মধ্যে সবচেয়ে কম অঙ্ক হল ৯০ লাখ টাকা। সব ক’টি ট্রান্সফার মিলিয়ে মোট ৪৮.৭৬ কোটি টাকা জমা পড়েছে তাঁর নামে। তার আগেই জুলাই মাসে তাঁর নামে ১.১৬ কোটি টাকা জমা পড়েছিল।
হলফনামায় তিনি আরও জানিয়েছেন, তাঁর ও তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১,২৩৩ কোটি টাকা। তথ্য বলছে, ২০১৮ সালের হলফনামা অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১,০১৫.৪৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র ১৮ মাসের মধ্যে ১৮৫ কোটি টাকারও বেশি সম্পত্তি বাড়িয়ে ফেলেছেন তিনি!
কর্নাটকের হোসকোটের বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক এবং আসন্ন বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী নাগরাজের হলফনামা অনুসারে ৫৭ একর কৃষিজমির মালিক তিনি। আরও চার একর জমি আছে তাঁর স্ত্রীর নামে। ২.২৩ কোটি টাকার গয়না আছে তাঁর। তাঁর স্ত্রীর নামে আছে ১.৫৭ কোটি টাকার গয়না। এ ছাড়াও তাঁর ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১৩৪.৫৬ কোটি টাকা এবং তাঁর স্ত্রীর ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৩২.৪০ কোটি টাকা। মোট ১৯৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর এবং তাঁর স্ত্রীর সমস্ত টাকা রাখা আছে।
উল্লেখ্য, ১৭ জন কংগ্রেস-জেডিএসের বিধায়কের বিক্ষোভের কারণে গত বছর ২৩শে জুলাই কর্নাটকে এইচডি কুমারস্বামী সরকার পড়ে যায়। সেই ১৭টি আসনের মধ্যে ১৫টি আসনে নির্বাচন আগামী ৫ই ডিসেম্বর।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন