Latest Newsদেশফিচার নিউজ

তাজমহলের শহর আগ্রার নাম বদলাচ্ছে যোগী সরকার, নতুন নাম হবে অগ্রবন

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যোগী সরকার যেন ‛নাম বদলের সরকার’! এলাহাবাদ থেকে প্রয়াগরাজ, মুঘলসরাই রেল স্টেশন থেকে দীনদয়াল উপাধ্যায় স্টেশন, ফৈজাবাদ থেকে অযোধ্যা, এইবার নাম পরিবর্তন হচ্ছে তাজমহলের শহর আগ্রার। যোগী সরকার চাইছে, ঐতিহাসিক আগ্রার নতুন নাম হোক অগ্রবন।

যোগী সরকারের যুক্তি এটাই নাকি এককালে আগ্রার নাম ছিল। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে অম্বেডকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে এই নামের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনার জন্যে অনুরোধ করা হয়েছে। সরকারের দাবি, অনেকের বিশ্বাস, অতীতে এই শহরের নাম ছিল অগ্রবন। এখন যোগী সরকার চাইছে, সেই নামেই ফের এই শহরকে চিনুক সকলে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!